ফতেপুর (১ম) উচ্চ বিদ্যালয়

ফতেপুর, নওগাঁ সদর, নওগাঁ। EIIN:123436

306512966_495229279277849_6123611159608462045_n-removebg-preview

Our History

ফতেপুর ১ম উচ্চ বিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস নওগাঁ সদর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী “ফতেপুর ১ম উচ্চ বিদ্যালয়” শিক্ষা বিস্তারে এক উজ্জ্বল দৃষ্টান্ত। ১৯৬৫ সালে অত্র এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ও সমাজহিতৈষীদের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে কয়েকজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও সামান্য অবকাঠামো নিয়ে বিদ্যালয়ের যাত্রা শুরু হলেও ধীরে ধীরে এটি এলাকার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে। প্রতিষ্ঠার শুরু থেকেই বিদ্যালয়টি শিক্ষার মানোন্নয়ন ও নৈতিকতার উপর গুরুত্ব দিয়ে আসছে। সময়ের প্রয়োজন মেটাতে ১৯৮৫ খ্রিষ্টাব্দে এটি মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয় এবং সরকার কর্তৃক EIIN নম্বর ১২৩৪৩৬ বরাদ্দ পাওয়ার মাধ্যমে আরও একটি মাইলফলক অতিক্রম করে। শিক্ষার্থীদের সুপ্ত মেধার বিকাশের লক্ষ্যে শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, সহশিক্ষা কার্যক্রম— যেমন বিতর্ক, ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজ্ঞান মেলা ইত্যাদিতেও বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। প্রতিবছর পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করে বিদ্যালয়টি জেলার গৌরব ধরে রেখেছে। অত্র বিদ্যালয়ের অনেক প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সুনামের সাথে কর্মরত আছেন, যা বিদ্যালয়টির সাফল্যের ধারাবাহিকতার সাক্ষ্য বহন করে। শিক্ষা, শৃঙ্খলা এবং নৈতিকতার সমন্বয়ে “ফতেপুর ১ম উচ্চ বিদ্যালয়” ভবিষ্যতেও এ অঞ্চলের শিক্ষার আলোকবর্তিকা হিসেবে ভূমিকা রেখে যাবে—এটাই সকলের প্রত্যাশা।

Notice Download

DATE NOTICE CATAGORY DOWNLOAD
07/03/2025 10/03/2025 COLLEGE OFF DAY ALL STUDENT Download Hear
21/03/2025 ২০২৪ সালের এসএসসি পরীক্ষার মূল সনদ বিতরণ প্রসঙ্গে SSC 2024-25 DAWNLOAD
29/05/2025 ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটির নোটিশ All Student বিস্তারিত
Our Top Student
Meet Our Teachers
Scroll to Top